বনগাঁয় যশোর রোডে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, মৃত ২
Fatal truck accident on Jessore Road in Bangaon, 2 dead

Truth Of Bengal: বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় শুক্রবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই যুবক। পলাতক ঘাতক ট্রাকটির চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে একজন শুভজিৎ সরকার (২৫) ও অপরজন সন্দীপ ঘোষ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুভজিৎ এবং সন্দীপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। আচমকা রাস্তার উপর একটি ভ্যান চলে আসায় তাঁরা বাইকটি নিয়ে বাঁদিকে সরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। শুভজিৎ ছিটকে পড়ে যান এবং তাঁর মাথার উপর দিয়ে ট্রাকের চাকাটি চলে যায়। ঘটনাস্থলেই শুভজিৎ মারা যান, এবং সন্দীপকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এই দুর্ঘটনার পরে যশোর রোড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, যশোর রোড যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। বেপরোয়া গতিতে পেট্রাপোলগামী ট্রাক চলাচল করে এই রাস্তায়, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। মাত্র দুদিন আগেও এই রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ঘটল।
এই দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা দাবি করেছেন, যশোর রোডের সম্প্রসারণ এবং ট্রাক চলাচল নিয়ন্ত্রণ না করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।