রাজ্যের খবর

অসময়ের দুর্যোগে জলমগ্ন ক্ষেত, অকাল বর্ষণে সমস্যায় চাষীরা…

Farmers in Trouble Due to Untimely Rains

The Truth Of Bengal: ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে লাগাতার বৃষ্টি। যার জেরে ক্ষতির সম্মুখীন কৃষকরা। পাকা ধান ক্ষেত থেকে তুলে, আলু লাগাবার মরসুম। অসময়ে এই দুর্যোগে জলমগ্ন ক্ষেত, আর তাই সমস্যায় পড়ছেন চাষিরা।

ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ ও  তামিলনাড়ুর উপকূলবর্তী উপকূলে আছড়ে পড়ল তার প্রভাব বঙ্গে। খারাপ আবহাওয়ার কারণে ক্ষতির সম্মুখীন চাষীরা। জমি ভরে রয়েছে পাকা ধানে আবার কোথাও ধান তুলে আলু লাগানো হয়েছে। জমির জল কাটাতে সকাল থেকে কোদাল হাতে জমির পথে কৃষকেরা।  আবহাওয়া দপ্তরের পূর্বভাষ মত সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে বৃষ্টি, একনাগারে তিন দিন বৃষ্টিতে  দুশ্চিন্তায় কৃষকরা।

কৃষকদের জানান আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে হারভেস্টার মেশিন দিয়ে তড়িঘড়ি কাচা ধান কেটে নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই ধান রোদে না শুকাতে পেয়ে ক্ষতির  মুখে, শুধু তাই নয় এখনো মাঠে রয়েছে পাকা ধান,শুরু হয়েছে আলু লাগানো, বৃষ্টির ফলে নতুন করে আলু লাগানোর কাজ পিছিয়ে যাবে। আবার কারো আলু কাটা রয়েছে সেই আলুবীজ নষ্ট হয়ে যাবে, একইসঙ্গে মাঠের কাটা ধানে জল পেয়ে ধানও ক্ষতি হচ্ছে বলে দাবি কৃষকদের। যদি আরো বৃষ্টি হয় তাহলে চরম ক্ষতির মুখে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর এলাকার কৃষকেরা। এক কথায় দুর্যোগে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।

শুক্রবার এরপর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে  আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় কপালে চিন্তার ভাঁজ চাষীদের।

Free Access

Related Articles