রাজ্যের খবর

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুলটিতে অভিনব বাইক র‍্যালি

Fancy bike rally in Kulti to protest against RG tax case

Truth Of Bengal : পশ্চিম বর্ধমান : আসানসোল : কুলটি : কলকাতার আর জি কর মেডিক‍্যাল কলেজের ঘটনার ন‍্যায় বিচার চেয়ে সারা দেশজুড়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন সাধারণ মানুষেরা। আসানসোলের কুলটিতেও সেই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠেছে। বুধবার কুলটি বাইক লাভারদের পক্ষ থেকে আর জি কর ঘটনার নিন্দায় প্রকৃত ন‍্যায় বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদ প্রদর্শন করা হয়। এদিন কুলটির ক্লাব রোড থেকে নিয়ামাতপুর পর্যন্ত বাইক লাভারদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সংখ‍্যক মানুষ যোগদান করেন। তারা প্রত‍্যেকেই আর জি কর মেডিক‍্যাল কলেজের ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত তার ন‍্যায় বিচার দাবি করেন।

Related Articles