কলকাতারাজ্যের খবর

“মুখোশগুলো একদিন…”, সুন্দরবনের দুই তন্বীর বিয়ে নিয়ে কাদের কটাক্ষ করলেন দীপ্সিতা?

Truth Of Bengal: সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে অন্য ভালবাসার গল্প। মঙ্গলবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার রিয়া সর্দার এবং কুলতলির বাসিন্দা রাখী নস্কর। স্থানীয় ক্লাবের সাহায্যে মন্দিরে বিয়ে করেছেন দুই নারী। এই ঘটনাকে সাধুবাদ জানিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যুগলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “নব বিবাহিত কপোতিদের ভাল হোক!”

গ্রামের মানুষ কত সহজ, কত সরল। এমনই মন্তব্য করে তিনি লিখেছেন, “সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বিয়ে হয়েছে এই দুইজনের। গ্রামের লোকের কথায় তারাই বিয়ে দিয়ে দিয়েছেন। কেন দিলেন? ওরা একে অপরকে ভালবাসে, অন্য কাউকে বিয়ে করবেনা তাই। কি নিষ্পাপ অকাট্য যুক্তি। সরল যুক্তি। সহজ যুক্তি।”

তিনি গ্রামের মানুষের সঙ্গে শহরের মানুষের তুলনা করে তিনি লিখেছেন, “সুট বুট পরা বাবু বিবিরা, মাথার পিছনে আলোজ্বলা বিপ্লবী প্রগতিশীলেরা, আপনারা ঐ গ্রামের আলোর কাছে বড় ম্রিয়মান। আপনাদের জাত্যাভিমান, ট্রান্সফবিয়া, হোমোফবিয়া, কুসংস্কার ঢাকা চকচকে মুখোশগুলো একদিন খুলে পড়বে ঠিকই।”

বিয়ের পর বিবাহিত যুগল বলেন, “জীবনের পথে চলতে ভালবাসাই আসল। কাকে ভালবাসছি, সেটা বড় কথা নয়।” স্বাভাবিক ভাবেই বুধবার সমাজ মাধ্যমে তাঁদের এই বৈবাহিক ঘটনা ছড়িয়ে পড়ে। চারিদিক থেকে কিছু মানুষ যেমন তাঁদের শুভেচ্ছায় মুড়িয়েছে, তেমনই অনেকে তাঁদেরকে নিয়ে নিন্দার ঝড় তুলেছেন।

Related Articles