রাজ্যের খবর

তিলোত্তমার গড়িয়া-পাটুলিতে ভাসমান বাজারে পুরনো রূপ নেই, কেমন আছে স্বপ্ননগরী?

লোকেশ হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা: তিলোত্তমার অন্যতম প্রধান আকর্ষণ, পাটুলির খাল পাড়ের স্বপ্নের ভাসমান বাজার। এক দশক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বাজারটি শুরু হয়েছিল। সেই বাজারের ভাঙা নৌকার মধ্যেই মাথা গুঁজে দিন কাটাচ্ছেন বেশ কিছু অসহায় বৃদ্ধ-বৃদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

আরও পড়ুনঃ স্বরূপনগরে বিএসএফের হাতে ধরা পড়ল ৩৮ বাংলাদেশি

কয়েক বছর আগে কলকাতা লাগোয়া গড়িয়া-পাটুলি এলাকার খালে বিভিন্ন আকারের নৌকার ওপর এই বাজারটি গড়ে উঠেছিল। ক্রেতা-বিক্রেতাদের জন্য কাঠের সেতু দিয়ে নৌকায় ওঠার ব্যবস্থা করা হয়েছিল, যা বাজারের আকর্ষণ বহু গুণ বাড়িয়েছিল। সামুদ্রিক ও দেশীয় মাছ, মাংস, সবজি, ফল, এমনকি মনিহারি ও স্টেশনারি দোকানও ছিল এই ভাসমান ভেলায়। স্থলভাগের দোকানের চেয়ে জলের ওপরে নৌকাতে চড়ে বাজার করার অভিজ্ঞতা ছিল মানুষের কাছে এক স্বপ্নের মতো। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটার জন্য ভিড় করত। প্রতিটি দোকানকে বিক্রেতারা নিজেদের ঠাকুর-দেবতা বা বাবা-মায়ের নামে নামকরণ করেছিলেন।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তবে সেই সৌন্দর্যের রেশ আজ আর নেই। বর্তমানে বাজারের ধ্বংসস্তূপ দেখলে চোখে জল আসে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৌকাগুলির সংস্কার না হওয়া এবং তার ওপর বারবার প্রাকৃতিক বিপর্যয় আসায় দুই শতাধিক নৌকা আজ প্রায় ধ্বংস হয়ে গেছে।

বাজারের অধিকাংশ নৌকা ভেঙে গেলেও, এখনও বেশ কিছু বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি সেই ভাঙা নৌকার অংশ বিশেষে বাসস্থান তৈরি করে কোনওরকমে বেঁচে থাকার চেষ্টা করছেন। এছাড়া, এখনও দু-একটি দোকান টিকে আছে যারা সকাল থেকে পসরা সাজিয়ে বসলেও, বিক্রিবাট্টা নামমাত্র হওয়ায় সংসার চালানো তাদের পক্ষে কঠিন।

Related Articles