রাজ্যের খবর

ভুল সিদ্ধান্তের বিরোধিতা করায় দলের লোকেদের হাতেই আক্রান্ত সিপিএম কর্মী

জানা গিয়েছে, কিছুদিন আগে হোয়াটস্যাপ গ্রুপে সৌমিত্র আচার্য দলের এক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন।

Truth Of Bengal: দলের অন্দরে ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করার মাশুল দিতে হলো এক সিপিএম কর্মীকে। দলীয় নেতাদের চক্রান্তে আক্রান্ত হলেন কল্যাণনগর এলাকার বাসিন্দা সৌমিত্র আচার্য। ঘটনাটি ঘটেছে খড়দাহে। বাড়ির সামনে লোহার রড় দিয়ে ব্যাপক মারধর করা হয় তাঁকে, যার জেরে তিনি বীভৎসর আঘাত পান চোখে ও মাথায়। যদিও আহত সিপিএম কর্মী চুপ করে বসে থাকেননি এবং অভিযোগ দায়ের করেন থানায়।

জানা গিয়েছে, কিছুদিন আগে হোয়াটস্যাপ গ্রুপে সৌমিত্র আচার্য দলের এক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজের বক্তব্য রেখেছিলেন। অভিযোগ, এরপর দলের দুই নেতা উত্তম বণিক ও ননীগোপাল দাস অকথ্য ভাষায় তাঁকে আক্রমণ করেন। এখানেই শেষ নয়, তাঁর পরিবার ও স্ত্রীকে নিয়েও অশালীন ভাষা ব্যবহার করেন। তবে শেষ পর্যন্ত দলের নির্দেশে সৌমিত্রবাবু এড়িয়ে যান গোটা বিষয়টি। তবে বুধবার রাতে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তাঁকে ৩ জন দুষ্কৃতী রাস্তায় ফেলে মারধর করেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় হাত রয়েছে উত্তম বণিক ও ননীগোপাল দাসের। শুধু তাই নয়, এই ঘটনার পর থেকে উত্তম বণিক পলাতক। যদিও পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সৌমিত্রবাবুর বক্তব্য, “ওই তিনজন স্কুটি নিয়ে আমার পিছু নেয় এবং বাড়ির সামনে এসে মারধর করে। প্রাণে মারারও হুমকি দিয়েছে উত্তম বণিক ও ননীগোপাল দাসের পিছনে লাগলে। অবস্থা খুব খারাপ চোখের। বিশ্রীভাবে আঘাত লেগেছে মাথায়। আজ পর্যন্ত আমাকে বিরোধী দলের কোনও নেতা-কর্মী নিগ্রহ করেনি। খারাপ লাগছে নিজের দলের লোকের থেকে এইভাবে নিগৃহীত হয়ে।”

Related Articles