রাজ্যের খবর

মাত্র কয়েক সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড চন্দননগরের মণ্ডপ ও ঘরবাড়ি

তার তাণ্ডবে ভেঙে পড়ে একটি পুজো মণ্ডপ, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িঘর।

Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড় আর বৃষ্টিতেই লণ্ডভণ্ড চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা। শুক্রবার ভোরে আচমকা টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায় এলাকায়। তার তাণ্ডবে ভেঙে পড়ে একটি পুজো মণ্ডপ, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িঘর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে হঠাৎ প্রবল দমকা হাওয়া আর বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটে মণ্ডপে লাগানো ঝাড়পোঁখা ছিঁড়ে পড়ে যায়, ইটের দেওয়াল ভেঙে পড়ে এবং একাধিক বাড়ির টিনের চাল উড়ে যায়। বড় বড় আমগাছের ডাল ভেঙে পড়ে বাড়ির উপর।শুক্রবার ভোররাতে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে এমন অবস্থা।(Chandannagar)

স্থানীয় সূত্রে খবর, ভোরের বেলা হঠাৎ দমকা হাওয়া-সহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ টর্নেডোর মতো পাক খাওয়া ঝড় বয়ে যায়। ভেঙে যায় নারুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ।  ক্ষতিগ্রস্ত মণ্ডপের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে গিয়েছিল। সেটাই ভেঙে পরেছে। বাসিন্দাদের অভিযোগ, ‘মুহূর্তের মধ্যেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। ভোরের ঝড়ে এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।’(Chandannagar)

তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর মেলেনি। স্থানীয়দের আরও জানান, প্রতিমা বিসর্জন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছিল। মণ্ডপটি শুধু দাঁড়িয়ে ছিল, সেই মণ্ডপই ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কলা চাষে। অন্যান চাষেও ক্ষতি হয়েছে।  আকস্মিক এই বিপর্যয়ে আতঙ্কিত হলেও, বড় ক্ষয়ক্ষতির মধ্যেও প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।(Chandannagar)

Related Articles