রাজ্যের খবর

বীরভূমের নানুরে বোমা উদ্ধার ! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Bomb recovered in Nanur, Birbhum! Widespread excitement in the area

Truth Of Bengal: গোপন সূত্রে খবর পেয়ে আবারো তাজা বোমা উদ্ধার করল বীরভূমের নানুর থানার পুলিশ। নানুরের থুপসরা পঞ্চায়েতের তাকোড়া গ্রামের মাঠপাড়ায় একটি পরিত্যক্ত জায়গায় আগাছার জঙ্গলের মধ্যে জার ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জারের মধ্যে প্রায় ১২-১৩ টি বোমা রয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। তারা এসে সেগুলি নিরাপদ স্থানে নিয়ে যায় নিষ্ক্রিয় করার জন্য। এলাকায় আরো কোথাও বোমা বা অস্ত্র মজুদ রয়েছে কিনা তা জানতে তল্লাশি শুরু করা হয়েছে।

কিভাবে বোমা এই স্থানে এল? কে বা কারা কি উদ্দেশ্যে তা মজুত করেছিল? তা জানতেও তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, নানুরের এই পঞ্চায়েত এলাকাতে বেশ কয়েক দফায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। তারপর থেকেই পুলিশ সমগ্র নানুর জুড়েই বোমা, অস্ত্র ও দুষ্কৃতীদের খোঁজে অভিযান চালাচ্ছে। তারপরেই এদিন ভোর বেলায় এই বোমা উদ্ধার করে পুলিশ।

Related Articles