রাজ্যের খবর

মঙ্গলবার দুই দিনাজপুরে মুখ্যমন্ত্রী, সফরের মাঝে কর্মসূচিতে খানিক বদল

Mamata Banerjee

The Truth of Bengal: উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে উত্তরে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হাসিমারা থেকে কোচবিহার আসেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং পরিষেবা প্রদানের পর তিনি পৌঁছন শিলিগুড়িতে। সেখানেও চা-শ্রমিকদের পাট্টা এবং পরিষেবা প্রদান করেন।

এখন অপেক্ষায় দুই দিনাজপুর। আজ সেই প্রতিক্ষার অবসান। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান সেরে তিনি পৌঁছবেন দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট স্টেডিয়ামে হবে সভা। দুই দিনাজপুরে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সাজো সাজো রব। এরই মাঝে খানিক বদল মুখ্যমন্ত্রীর। শুধু প্রশাসনিক সভা নয়,প্রতি এলাকায় ১কিমি পদযাত্রা। ইসলামপুরে পৌঁছে প্রায় 1 কিমি পথ পদযাত্রা করবেন তিনি ৷ সেখান থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জে আসবেন ৷”রায়গঞ্জেও হেঁটে জনসংযোগ মুখ্যমন্ত্রীর।

Related Articles