রাজ্যের খবর

জিমনাস্টিক্সে চমক ১৪ বছরের ছাত্রী দিয়ার

14-year-old student Diyar surprises in gymnastics

Truth of Bengal: গত শনিবারে সল্টলেক সাইয়ের মাঠে ৬৮তম রাজ্য স্কুল জিমনাস্টিক্সের ১৪ বছরের নিচে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লসের সপ্তম শ্রেণির ছাত্রী দিয়া হালদার। তার বাড়ি চাঁদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্য চাঁদুরিয়াতে।

এই খুশির খবরে এলাকার মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করেছেন ঘরের মেয়েকে। মাত্র ১৪ বছরের দিয়া এরই মধ্যে দুটি সোনা, দুটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মোট পাঁচটি পদকের মধ্যে ফ্লোরে থেকে এসেছে একটা সোনা।

পাশাপাশি অলরাউন্ডে একটা সোনা, আনইভেন বাড়ে রুপো, ভল্ট থেকে রুপো ও ব্যালেন্স বিম থেকে দিয়া পেয়েছে ব্রোঞ্জ। আগামী দিনে জাতীয় জিমনাসটিক্সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দিয়া হালদার। তার বাবা দিলীপ হালদার বলেন, আমাদের ঘরের মেয়ে যেভাবে উঠে এসেছে, তাতে আমি গর্বিত। আশা করছি আগামী দিনে ও আরও ভাল ফল করবে। দিয়ার সাফল্যে খুশি এলাকার মানুষ ও তার স্কুলের ছাত্রীরা।

Related Articles