রাজ্যের খবর
খুনের ৪৩ বছর পর বীরভূম জেলা আদালতে দোষী সাব্যস্ত ১৩ জন
13 people convicted in Birbhum district court after 43 years of murder

Truth Of Bengal : খুনের ৪৩ বছর পর দোষী সাব্যস্ত ১৯৮১ সালে ৮ ই আগষ্ট ময়ূরেশ্বরের কোট গ্রামে ৯ জনকে খুনের মামালায় ১৩ জনকে দোষী স্বাব্যস্ত করল বীরভূম জেলা আদালত। ১৯৮১ সালের ৭ আগষ্ট একটি ধর্মীয় জলসায় একটি শব্দ ব্যাবহারকে কেন্দ্র করে ৯ জনকে একটি খড়ের বাড়ির মধ্যে ভরে লঙ্কার গুড়ো ছিটিয়ে বাড়িতে আগুন লাগানো হয়।
এরপর একে একে ৯ জনকে বের করে রাস্তায় কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনায় মোট ৭২ জনের নামে অভিযোগ ছিল। বর্তমানে জীবিত ৩৬ জন। তাদের মধ্যে আজ ১৩ জনকে দোষী স্বাব্যস্ত করা হয়। বাকি ২৩ জনকে বেকসুর খালাস করে অতিরিক্ত জেলা দায়রা আদালত। মোট ৮ জনের সাক্ষ্য গ্রহন হয় এই মামলায়। এই মামকা চলা কালিন অনেক অভিযুক্তের মৃত্যু, সাক্ষীদের গড় হাজির, হাইকোর্টে দীর্ঘদিন বিভিন্ন আবেদন পড়ে থাকার জন্য এই মামলায় দেরী হয়।