রাজ্যের খবর
Trending

মর্মান্তিক দুর্ঘটনা! ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ১

1 dead in collision between Dumper and Toto

The Truth OF Bengal: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বীরভূম । ডাম্পার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক টোটো যাত্রীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বীরভূমের রামপুরহাট থানার তারাপীঠ রোড স্টেশনের কাছে।

স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার রাতে রামপুরহাট দিক থেকে আসা একটি খালি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম প্রথিক লেট। এছাড়া এই দুর্ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয় । স্থানীয়বাসিন্দারা আহত ব্যক্তিদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের অবস্থা গুরতর হওয়ায়, তাদেরকে চিকিৎসার জন্য বর্ধমান ট্রান্সফার করা হয়। পথিক নেটের বাড়ি বোন হাট পঞ্চায়েতের কাদুরি গ্রাম। পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles