প্রযুক্তি
যুগান্তকারী ‘স্টকার’ অ্যালার্ট আনছে হোয়াটসঅ্যাপ
Upcoming WhatsApp feature to tell you when someone was ‘recently online’

The Truth of Bengal: হোয়াটসঅ্যাপে দারুণ একটি বৈশিষ্ট্য আসতে চলেছে। এবার জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যারা আপনার ফোনবুকের তালিকায় আছেন, তাঁরা সম্প্রতি অনলাইনে কখন ছিলেন। এখন এটি পরীক্ষানিরীখার পর্যায়ে আছে। স্পষ্ট করে বলতে গেলে, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই আপনাকে ফোন বুকের তালিকায় থাকা বন্ধুরা ‘অনলাইন’-এ আছেন কিনা তা দেখাবে ‘স্টকার’ অ্যালার্টের মাধ্যমে।