Yashasvi Jaiswal: খেলতে খেলতেই মাঠ ছাড়লেন যশস্বী! পুণের হাসপাতালে ভর্তি ভারতীয় ওপেনার, কী হল তার?
ব্যাট করার সময়ই অস্বস্তি ধরা পড়ে তাঁর আচরণে। ১৬ বলে ১৫ রান করে ফেরেন মুম্বইয়ের ওপেনার।
Truth of Bengal: মাঠ থেকে সোজা হাসপাতালে। আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে। মঙ্গলবার পুণেতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ম্যাচের মাঝেই পেটে তীব্র যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সূত্রের খবর, খেলা শুরুর আগেই পেটের সমস্যায় ভুগছিলেন যশস্বী। তবুও মাঠে নামেন তিনি। ব্যাট করার সময়ই অস্বস্তি ধরা পড়ে তাঁর আচরণে। ১৬ বলে ১৫ রান করে ফেরেন মুম্বইয়ের ওপেনার। ম্যাচের শেষ দিকে যন্ত্রণা অসহ্য হয়ে উঠলে তাঁকে দ্রুত পুণের আদিত্য বিড়লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তি করানোর পর যশস্বীর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকেরা জানান, তিনি ‘অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস’-এ আক্রান্ত। আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, নিয়মিত শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো ছন্দেই ছিলেন যশস্বী। তিনটি ম্যাচে ১৪৫ রান করেন তিনি। গড় ৪৮.৩৩ এবং স্ট্রাইক রেট ১৬৮.৬—এর মধ্যে একটি শতরানও রয়েছে। হরিয়ানার বিরুদ্ধে তাঁর সেই সেঞ্চুরি নজর কেড়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, যশস্বী এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলা টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। যদিও টেস্ট দলে তিনি ভারতের নিয়মিত ওপেনার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে শতরানও করেছেন। জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ রয়েছে। তার আগে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবেন তিনি।আপাতত চিকিৎসা ও বিশ্রামেই নজর যশস্বীর। কবে ফের মাঠে ফিরবেন ভারতীয় ওপেনার, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।






