খেলা

Vaibhav Suryavanshi: অনূর্ধ্ব-১৯ দলে বৈভব সূর্যবংশী, ইংল্যান্ড মাতানোর পর এবার অস্ট্রেলিয়া জয়ের পালা!

সফরের মাঝেই এজবাস্টনে ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে বৈভব জানিয়েছিলেন, এক দিনের ক্রিকেটে ২০০ রান করার ইচ্ছের কথা।

Truth of Bengal: ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। সদ্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে দুই ফরম্যাটে লড়বে ভারতীয় যুব দল। তিনটি যুব এক দিনের ম্যাচ এবং দু’টি বেসরকারি টেস্ট খেলবে তারা। ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলেছিলেন বৈভব, বিশেষত সাদা বলের ক্রিকেটে। যদিও লাল বলের ক্রিকেটে ছন্দে ছিলেন না, তবে এক দিনের সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করে সকলকে চমকে দিয়েছিলেন। এমনকি ওই সিরিজেই যুব এক দিনের ইতিহাসে দ্রুততম শতরান করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে (Vaibhav Suryavanshi)।

আরও পড়ুন: Art Prodigy: কাকদ্বীপের কোয়েল পুরকাইত পেলেন সারা বাংলার ‘বেস্ট ড্রইং আর্টিস্ট’ পুরস্কার

সফরের মাঝেই এজবাস্টনে ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে বৈভব জানিয়েছিলেন, এক দিনের ক্রিকেটে ২০০ রান করার ইচ্ছের কথা। যদিও সেই প্রতিশ্রুতি রাখতে না পারলেও, তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিশেষজ্ঞরা।দলের অধিনায়কত্বে রয়েছেন আয়ুষ মাত্রে। ইংল্যান্ড সফরে তিনি ছিলেন ভারতের সেরা ব্যাটার। টেস্ট ফরম্যাটে চার ইনিংসে করেন ৩৪০ রান, যার মধ্যে রয়েছে দু’টি শতরান ও একটি অর্ধশতরান। দুই টেস্টই ড্র হলেও তাঁর ইনিংস ছিল নজরকাড়া। সহ-অধিনায়ক বিহান মলহোত্র। ইংল্যান্ড সফরে তিনিও ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক (Vaibhav Suryavanshi)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এক দিনের সিরিজে ২৪৩ রান এবং বেসরকারি টেস্টে করেন ২৭৭ রান।ইংল্যান্ড সফরে যাঁরা গিয়েছিলেন, তাঁদের বেশিরভাগকেই এই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে।লক্ষ্য  বিদেশের কঠিন অবস্থায় অভিজ্ঞতা বাড়ানো এবং বিশ্বকাপের আগে প্রস্তুতি সম্পূর্ণ করা। অস্ট্রেলিয়ার মাঠে, কঠিন পিচে আবারও বৈভব সূর্যবংশীর ব্যাটিং কেমন হয়, সেটাই এখন ক্রীড়া মহলের মূল আগ্রহ। তাঁর আগ্রাসী মেজাজ, দ্রুত রান তোলার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতা দলকে অনেকটা এগিয়ে দিতে পারে।আগামী সফরে বৈভব যদি নিজের মেজাজে খেলেন, তবে হয়তো ২০০ রানের স্বপ্নও আর অধরা থাকবে না। ভারতীয় যুব দলের নতুন অস্ত্র হয়ে উঠতে পারেন এই তরুণ প্রতিভা (Vaibhav Suryavanshi)।

Related Articles