খেলা

বোলিংয়ের জন্য প্রস্তুত, ব্যাটার হিসেবে তালিকাভুক্ত! আলোচনার কেন্দ্রবিন্দু এখন ক্যামেরন গ্রিন

অলরাউন্ডার হিসেবে থাকলে হয়তো পরের দিকে নাম উঠত, তখন ফ্র্যাঞ্চাইজিগুলির বাজেট অনেকটাই ফুরিয়ে যেত।গ্রিনের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা।

Truth Of Bengal: আইপিএল মিনি নিলামের আগে ক্যামেরন গ্রিনকে ঘিরে কৌতূহল তুঙ্গে। তবে নিলামের ব্যাটারদের তালিকায় তাঁর নাম দেখে অনেকেই অবাক হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, তাহলে কি তিনি আর বোলিং করতে পারবেন না? সেই জল্পনার অবসান ঘটালেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নিজেই। নিলামের ঠিক দু’দিন আগে জানিয়ে দিলেন, তিনি বল করার জন্য পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে তালিকাভুক্তির ‘ভুল’-এর দায় দিলেন নিজের ম্যানেজারকে। অতীতে মুম্বই ইন্ডিয়ান্স (২০২৩) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪)-র হয়ে আইপিএল খেলেছেন গ্রিন। তবে পিঠে অস্ত্রোপচারের কারণে গত মরসুমে মাঠে নামতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটার হিসেবেই প্রত্যাবর্তন হয়েছিল তাঁর। পরে ফের বোলিংয়ের অনুমতি পান। চলতি অ্যাশেজ সিরিজে অলরাউন্ডার হিসেবেই খেলছেন গ্রিন।

রবিবার সকালে অ্যাডিলেডে অনুশীলনের পর গ্রিন বলেন, ‘ আমি বল করার জন্য তৈরি। জানি না আমার কথা ম্যানেজারের কানে যাবে কি না। কিন্তু এটা ওর ভুলেই হয়েছে। ও আমাকে ব্যাটার হিসেবে দেখাতে চায়নি। সম্ভবত ভুল বক্সে টিক দিয়ে ফেলেছে। তারপর যা হয়েছে, সেটা দেখে মজাই পেয়েছি।‘ এই ‘ভুল’ নিয়েই এখন আলোচনার কেন্দ্রে গ্রিন। আইপিএল নিলামে তাঁকে শুধু ব্যাটার হিসেবে নথিভুক্ত করা হয়েছে, অলরাউন্ডার হিসেবে নয়। কিন্তু তাতে যে তাঁর ক্ষতি হবে, এমনটা মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। বরং ব্যাটার হিসেবে তালিকাভুক্ত থাকায় তাঁর নাম নিলামের শুরুতেই উঠবে। ফলে দর আরও চড়তে পারে বলেই মত অনেকের। অলরাউন্ডার হিসেবে থাকলে হয়তো পরের দিকে নাম উঠত, তখন ফ্র্যাঞ্চাইজিগুলির বাজেট অনেকটাই ফুরিয়ে যেত।গ্রিনের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। কিন্তু সেটি যে কয়েকগুণ বাড়বে, তা প্রায় নিশ্চিত। এমনও শোনা যাচ্ছে, ঋষভ পন্থের ২৭ কোটির রেকর্ড ভেঙে যেতে পারে। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে। এবারের মিনি নিলামে মোট ৭৭টি স্লট রয়েছে, যার মধ্যে বিদেশিদের জন্য ৩১টি।

এই পরিস্থিতিতে ক্যামেরন গ্রিনকে কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআরের হাতে রয়েছে ৬৪.৩ কোটি টাকা। আন্দ্রে রাসেলের দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবেও গ্রিনকে ভাবা হচ্ছে। যদিও চেন্নাই সুপার কিংসও টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে।নিজের নিলাম নিয়ে গ্রিন অবশ্য বেশ নির্ভার। তাঁর কথায়, বন্ধুদের সঙ্গে বসে নিলাম দেখতে পারি। বেশ মজা লাগে। কোথায় যাব জানি না। ব্যাপারটা পুরোপুরি লটারির মতো।২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪৫২ রান করেছিলেন গ্রিন। সেই মরসুমে ছিল ৪৭ বলে শতরানের একটি বিধ্বংসী ইনিংস। পরের বছর বেঙ্গালুরুর হয়ে খেললেও ফর্ম ধরে রাখতে পারেননি। ২৫৫ রানের পাশাপাশি নিয়েছিলেন ১০টি উইকেট।ব্যাটার না অলরাউন্ডার—নথিভুক্তির এই ‘ভুল’ শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের পক্ষে আশীর্বাদ হয়ে দাঁড়ায় কি না, তার উত্তর মিলবে আইপিএল মিনি নিলামের মঞ্চেই। তবে এটুকু নিশ্চিত, তাঁকে নিয়ে দর কষাকষি যে তুঙ্গে উঠবে, তা বলাই যায়।