মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে তাঁরই সঙ্গে সাক্ষাৎ করলেন CR7
সেই অনুষ্ঠানে শুধু রোনাল্ডো ও ডোনাল্ড ট্রাম্পই উপস্থিত ছিলেন না, ছিলেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানও।
Truth Of Bengal: বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তী ফুটবলার হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাজেই দেশজুড়ে তাঁর অগণিত ভক্ত থাকাটাই স্বাভাবিক। সেই ফুটবল তারকার সঙ্গেই মঙ্গলবার স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট তাঁর বাসভবন হোয়াইট হাউসে মিলিত হলেন এক নৈশভোজে। সেই অনুষ্ঠানে শুধু রোনাল্ডো ও ডোনাল্ড ট্রাম্পই উপস্থিত ছিলেন না, ছিলেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানও।
🚨 JUST IN: Incredible moment as President Trump sits down for dinner with MELANIA, Cristiano Ronaldo, JD Vance, Apple CEO Tim Cook and others at the White House
Elon Musk is there too!
This is what true CLASS looks like.
47 knows how to be an amazing host. pic.twitter.com/lutnxNHDqy
— Eric Daugherty (@EricLDaugh) November 19, 2025
নৈশভোজের অনুষ্ঠানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, তাঁর কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প সিআর সেভেনের দারুণ ভক্ত। কাজেই এমন অনুষ্ঠানে তাঁর মত ফুটবলারকে উপস্থিত থাকতে দেখে প্রথমেই হকচকিয়ে যান উপস্থিত অনেকেই।
উল্লেখ্য, রোনাল্ডো বর্তমানে সৌদির ক্লাব আল নাসেরের ফুটবলার। এবং সেই সুবাদে পর্তুগিজ তারকার সঙ্গে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানের সম্পর্ক অত্যন্ত মধুর। ফলে তাঁর হাত ধরেই মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সিআর সেভেনের উপস্থিতি বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এদিকে নিজের বাড়ির অনুষ্ঠানে তাঁরই কনিষ্ঠ পুত্রের আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা কৃতজ্ঞতা জানাই পর্তুগিজ তারকাও।
এরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ফিফার প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফান্তিনো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।






