খেলা

বিসিবি-তে বড় জয় ক্রিকেটারদের! চাপের মুখে অপসারিত নাজমুল ইসলাম

এখন দেখার, এই সিদ্ধান্তের জেরে স্থগিত হয়ে যাওয়া ক্রিকেট আবার মাঠে ফেরে কি না।

Truth of Bengali: অবশেষে বরফ গলল বাংলাদেশ ক্রিকেট দলের। ক্রিকেটারদের সংগঠনদের টানা চাপের মুখে নতিস্বীকার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি-র অর্থ কমিটির সদস্য নাজমুল ইসলামকে সব ধরনের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা।এখন দেখার, এই সিদ্ধান্তের জেরে স্থগিত হয়ে যাওয়া ক্রিকেট আবার মাঠে ফেরে কি না।

ঘটনার সূত্রপাত নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। বুধবার রাতে বাংলাদেশের ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দেয়, নাজমুল পদত্যাগ না করলে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখা হবে। সেই হুঁশিয়ারি কার্যকরও হয়। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালি বনাম চট্টগ্রামের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি। দুই দলের ক্রিকেটাররাই মাঠে নামেননি, ফলে টসও করা যায়নি।এর পর ঢাকার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বিতর্কের কেন্দ্রে থাকা মুস্তাফিজুর রহমান। কোয়াব সভাপতি মহম্মদ মিঠুন স্পষ্ট করে বলেন,আমাদের একটাই শর্ত—বিসিবি আনুষ্ঠানিক ভাবে জানাবে যে ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়া হবে। তা হলেই আমরা মাঠে নামতে পারি। উনি থাকলে ম্যাচ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দুপুরে বিসিবি ও কোয়াবের মধ্যে বৈঠক হলেও কোনও সমাধান হয়নি বলে দাবি করেন মিঠুন। সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্য,আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু কোনও সমাধান পাইনি। ক্রিকেটারেরা গর্বের জন্য খেলে। সেই সম্মানটাই আজ নেই। এই অবস্থায় ক্রিকেটারদের অনড় মনোভাব বুঝে বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ একটি বিবৃতি দেয় বিসিবি। সেখানে জানানো হয়, এক ব্যক্তির মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভের বিষয়টি বোর্ড বুঝতে পারছে। নাজমুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়। পাশাপাশি দেশের স্বার্থের কথা ভেবে ক্রিকেটারদের বিপিএল খেলার অনুরোধ করে বিসিবি। কিছু ক্ষণের মধ্যেই নাজমুলকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়।

উল্লেখ্য, বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এই প্রশ্নের উত্তরে নাজমুল ইসলাম মন্তব্য করেন, ওরা গিয়ে কিছুই করতে পারে না। তা-ও আমরা কোটি কোটি টাকা খরচ করি। আমরা কি ওদের কাছে টাকা ফেরত চাই?এ ছাড়াও তিনি বলেন, বোর্ডই যদি না থাকে, তা হলে ক্রিকেট বা ক্রিকেটারেরা থাকবে কী করে?এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেট মহল।

 

Related Articles