খেলা

রেকর্ড গড়লেন অ্যানাবেল সাদারল্যান্ড

Delhi Capitals

The Truth of Bengal: WPL এর নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল দিল্লি। সেই অ্যানাবেল সাদারল্যান্ড মেয়েদের ক্রিকেটে রেকর্ড গড়েছেন। ওয়াকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১০ রান করেন অ্যানাবেল।খুশি দিল্লি ক্যাপিটালস কতৃপক্ষ। তার এই পারফরম্যান্সের পর দিল্লি এক্সে তাকে নিয়ে ছবি পোষ্ট করেছে। সে যে আগুন ফর্মে রয়েছে তাও বোঝানো হয়েছে ইমোজির মাধ্যমে। গতবছর দিল্লি যে যে সমস্যায় ভুগেছে তা এবার পূরণ করেছে বলেই মনে করা হচ্ছে।

২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ। সেই টুর্নামেন্টেও এই মেজাজে তাকে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। অ্যানাবেলকে নিয়ে নিলামের সময়ে রীতিমতো দড়ি টানাটানি চলেছিল সৌরভ ঝুলনের মধ্যে। অবশেষে সৌরভ দলে নেন অ্যানাবেলকে। তবে ঝুলন না নিতে পারায় আক্ষেপ ছিল তার। নিলাম শেষে  মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ঝুলন গোস্বামী জানিয়েছিলেন, অ্যানাবেলকে মুম্বই দলে নিতে চাইছিল তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য।

জাতীয় দলের হয়ে অ্যানাবেল যেমন খেলেন এবং মেয়েদের বিগ ব্যাশ লিগে তিনি তেমন পারফর্ম করেন। যে কারণে, মুম্বই তাঁকে নিতে চাইছিল। যে ইচ্ছা পূরণ হয়নি মুম্বাই এর। উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস জার্সিতে খেলতে দেখা যাবে অ্যানাবেল সাদারল্যান্ডকে। সেই অজি তরুণী রেকর্ড গড়েছেন। আর এই দ্বিশতরান করে আত্মবিশ্বাসী তরুণী এই ফর্মেই যে আইপিএল খেলবেন তাও স্পষ্ট।

Related Articles