খেলা

চেনা মেজাজে ধোনি, প্রাকটিসে ব্যস্ত টিম সিএসকে

Team CSK busy in practice

The Truth of Bengal: হাতে আর কয়েকটা দিন বাকি। তার পরেই শুরু হবে আইপিএল। সব দল প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত পর্যায়ে। সিএসকেও প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির সেই ভিডিও এক্সে তুলে ধরেছে চেন্নাই সুপার কিংস। সেখানে ধোনি কে দেখা যাচ্ছে ব্যাট হাতে দলের সঙ্গে যোগ দিতে। ধোনি গত মরসুমে যে পায়ের চোটে স্বাভাবিক ব্যাটিং করতে পারেনি এ বছর তা আর নেই। অস্ত্রোপচার করিয়ে একেবারে ফিট হয়ে ফিরেছেন ধোনি।

ব্যাট হাতে ধোনি  যেমন মাঠে রয়েছেন তার পাশাপাশি তার সতীর্থরাও রয়েছেন।  প্র্যাকটিস করছেন  খেলোয়াড়রা। ধোনির নেতৃত্বে পাঁচ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এ বছরও দর্শকেরা চাইছেন চ্যাম্পিয়ন হোক চেন্নাই। সে কারণে ধোনি  মাঠে নেমেছেন। গত বছর তার নেতৃত্বে ট্রফি জিতেছিল সিএসকে। কয়েকদিন আগে  ধোনির  ফেসবুক পোষ্ট নতুন করে  জল্পনা উসকে দিয়েছিল। আইপিএলের ঠিক সপ্তাহ দুয়েক আগে ধোনি ফেসবুক পোস্টে লিখেছিলেন নতুন মরসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছেন।

এখনো যদিও ধোনি সে উত্তর দেননি কী ভূমিকায় তাকে দেখা যাবে । তবে আর কিছুদিন যেহেতু বাকি রয়েছে এই টুর্নামেন্ট শুরু হতে সেকারণে তিনি হয়তো ব্যস্ত প্রাকটিসে। তবে তিনি না বলা কথার হয়তো উত্তর দেবেন সমর্থকদেরকে। সেদিকে নজর রয়েছে সমর্থকদের। তবে এদিকে মাহির  দলের সঙ্গে যোগ দেওয়া , প্রাকটিস করা দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে সিএসকের তরফ থেকে।

Related Articles