রাজনীতি
‘খালিস্থানি’ মন্তব্যে শিখ সমাজের প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন
Representatives of the Sikh community will meet the governor over the 'Khalisthani' remark

The Truth of Bengal: এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও-এর ডাক শিখ সমাজের। মুরলিধর সেন লেনে বিজেপি অফিসের সামনে চলছে ধর্না অবস্থান। ‘খালিস্থানি’ মন্তব্যের প্রতিবাদে শিখ সমাজের প্রতিবাদ জারি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ৭টি গুরুদোয়ারার প্রতিনিধিরা।দুপুর নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শিখ সমাজের প্রতিনিধিরা।