অফবিট

আরও আকর্ষণীয় করে তুলুন নিজের ঘর, কোন পদ্ধতি অবলম্বন করবেন?

ঘরের মধ্যে মায়াবী পরিবেশ তৈরি করতে আলোর জুড়ি মেলা ভার। আলো ঠিকমতো না থাকলে ঘরের পরিবেশ নিস্প্রভ, অন্ধকার লাগে।

Truth Of Bengal: আলোর ব্যবহার নিত্য প্রয়োজনের পাশাপাশি শখ শৌখিনতাও বটে। ঘর সাজাতে গুরুত্ব দিন আলোকসজ্জায়। কারণ, ঘরের মধ্যে মায়াবী পরিবেশ তৈরি করতে আলোর জুড়ি মেলা ভার। আলো ঠিকমতো না থাকলে ঘরের পরিবেশ নিস্প্রভ, অন্ধকার লাগে।

আসুন দেখে নিই কোন ঘরে কেমন আলোর ব্যবহার করবেন

১) বেডরুমে চড়া আলো চলবে না। ঘুমের বিঘ্ন ঘটে। বেডরুমে আধুনিক ও রোমান্টিক আলো লাগুন। বেডসাইড টেবিলে ল্যাম্পশেড রাখুন।

২) সিলিংয়ে উজ্জ্বল আলো লাগাবেন না। বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা ঘর থাকলে সেখানে ঝলমলে কিন্তু রকমারি মজাদার কার্টুন মোটিফের ডিজাইনার ল্যাম্পশেড লাগাতে পারেন।

৩) ডাইনিং টেবিলের ওপর আর রান্নাঘরে চাই চড়া আলো। লাগাতে পারেন হ্যাঙ্গিং লাইট।

৪) শৌচাগারে বেসিনের আয়নার ওপর বা সিলিংয়ে সাদা আলোর ব্যবস্থা রাখুন।

৫) ঘরে আলোছায়ার খেলা আনতে ঘরের আয়তন, আসবাবপত্রর কথা মনে রেখে ল্যাম্পশেড রাখুন।