কলকাতা

SIR: বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে হাইকোর্টের প্রশ্ন: নির্বাচন কমিশনের হলফনামা তলব

Truth of Bengal: বাংলার এসআইআর (Special Intensive Revision) বা বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। কোন প্রক্রিয়ায় বাংলায় এই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, তা হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে এই হলফনামা জমা দিতে হবে।

গত সোমবার নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর ঘোষণা করার পর থেকেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। তৃণমূলের দাবি, ২০২৬ সালের নির্বাচনের আগে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে ভোটে ফায়দা নেওয়ার উদ্দেশ্যেই এই এসআইআর করা হচ্ছে। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পিন্টু কারার। মামলাকারী তাঁর আবেদনে এসআইআর-এর সময়সীমা বাড়ানোর এবং আদালতের নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন। পাশাপাশি, বিধানসভা নির্বাচনের আগে কেন এসআইআর প্রয়োজন, তা স্পষ্ট করার দাবিও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে মামলাকারী আইনজীবী ২০০২ সালের তথ্যের ভিত্তিতে কেন এসআইআর করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আবেদন জানান যে, ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে বাংলায় যেন এসআইআর করা হয়। অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী জানান যে ২০০২ সালে শেষবার এসআইআর হয়েছিল, তাই সেই সময় যাঁদের নাম ভোটার তালিকায় ছিল, তাঁদের নতুন করে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই।

শুনানিতে মামলাকারীর আইনজীবী অভিযোগ তোলেন যে এসআইআর প্রক্রিয়ার জন্য বাড়ি বাড়ি যাওয়া বিএলওরা (Booth Level Officers) হুমকির মুখে পড়ছেন এবং তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট পর্যবেক্ষণ দেয়, “সরকার জানে কীভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনো নির্দেশ দেওয়ার দরকার নেই।”

Related Articles