কলকাতা

হাজিরার জন্য শুধু বায়োমেট্রিকই গ্রহণযোগ্য, কড়া নির্দেশ নবান্নের

Only biometrics are acceptable for attendance, strict instructions from Nabanna

Truth of Bengal: রাজ্য সরকারের অর্থদপ্তরে কর্মীদের উপস্থিতি এখন থেকে শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যাচাই হবে। হাজিরা খাতায় সই করার প্রথা তুলে দিয়ে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হলো। অর্থদপ্তরের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছেন।

এই নির্দেশ অনুসারে, এতদিন পর্যন্ত বায়োমেট্রিক এবং খাতায় সই উভয় পদ্ধতির সুযোগ থাকলেও তা এখন বন্ধ করা হচ্ছে। গত বছর মে মাসে নবান্নে অর্থদপ্তরে বায়োমেট্রিক হাজিরা চালু হয়, কিন্তু খাতায় সইয়ের পুরনো প্রথাও চালু ছিল। অনেক কর্মী এই সুযোগ কাজে লাগিয়ে বায়োমেট্রিক এড়াতেন এবং শুধু খাতায় সই করতেন। ফলে মাস শেষে কর্মীদের হাজিরার রিপোর্ট তৈরিতে সমস্যা হচ্ছিল। বায়োমেট্রিক বাধ্যতামূলক করার ফলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

তবে কিছু কর্মী দাবি করেছেন, বায়োমেট্রিক মেশিন ঠিকমতো কাজ না করলে কিংবা ডেটা আপলোডে সমস্যা হলে খাতায় সই করার বিকল্প ব্যবস্থাই একমাত্র ভরসা। বিশেষ করে বদলি হয়ে কিংবা পদোন্নতিতে নবান্নে আসা কর্মীদের এই সমস্যা বেশি হচ্ছে। নবান্নের অর্থদপ্তরের সব বিভাগে এখন থেকে সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক হাজিরাই গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে।

Related Articles