কলকাতা

Manish Gupta: প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্তের নামে ভুয়া প্রোফাইল খুলে সাইবার জালিয়াতি, তদন্ত শুরু লালবাজারের

পুলিশ সূত্রে খবর, সাইবার জালিয়াতরা মণীশ গুপ্তের একটি নকল ফেসবুক প্রোফাইল তৈরি করে। একইসঙ্গে, তাঁর ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পরিচিত মহলে বার্তা পাঠাতে শুরু করে তারা।

Truth of Bengal: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মুখ্যসচিব মণীশ গুপ্তের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার অভিযোগ উঠেছে। জালিয়াত চক্র তাঁর ভুয়ো প্রোফাইল তৈরি করে পরিচিতদের কাছ থেকে টাকা হাতিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিনি সম্প্রতি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে (Manish Gupta)।

পুলিশ সূত্রে খবর, সাইবার জালিয়াতরা মণীশ গুপ্তের একটি নকল ফেসবুক প্রোফাইল তৈরি করে। একইসঙ্গে, তাঁর ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে পরিচিত মহলে বার্তা পাঠাতে শুরু করে তারা। যেহেতু সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের ডিপি-তে তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল, তাই তাঁর অনেক পরিচিতই এই ভুয়ো অ্যাকাউন্ট ও বার্তাগুলিকে সত্য বলে মনে করেন। জানা গিয়েছে, মণীশ গুপ্তের নাম ও ছবি ব্যবহার করে প্রতারকরা পরিচিতদের মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনে দ্রুত টাকা পাঠাতে বলে। অনেকে সেই বার্তা বিশ্বাস করে জালিয়াতদের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দেন। বিষয়টি জানতে পেরে মণীশ গুপ্ত নিজেই পরে তাঁর পরিচিতদের সতর্ক করেন (Manish Gupta)।

যদিও ঘটনাটি কয়েক মাস আগের, তবে সম্প্রতি তিনি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, ভিনরাজ্যের সাইবার জালিয়াতরাই সাধারণত বিখ্যাত ব্যক্তিদের ভুয়ো প্রোফাইল তৈরি করে তাঁদের পরিচিতদের কাছ থেকে টাকা হাতানোর এই কৌশল নেয়। পুলিশ জানিয়েছে, যে মোবাইল নম্বর থেকে ভুয়ো মেসেজগুলি পাঠানো হয়েছিল, তার সূত্র ধরেই তদন্তের কাজ দ্রুত গতিতে চলছে। নামী ব্যক্তিদের নামে এ ধরনের ভুয়ো প্রোফাইলের মাধ্যমে জোচ্চুরির অভিযোগ বাড়তে থাকায় সাইবার তদন্তকারীরা সাধারণ মানুষকে এ বিষয়ে বারবার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন (Manish Gupta)।

Related Articles