
The Truth of Bengal: কখনও গানে, কখনও বা আবার অভিনয়ে বিনোদন দুনিয়ায় বেশ কিছুদিন ধরেই নজর কাড়ছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। মিউজিক অ্যালবামের ভিডিওতেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তৃণমূলের ‘কালারফুল’ নেতা মদন মিত্র। আবার ওয়েব সিরিজে দাপটে অভিনয় করেছেন রাজ্যের আরেক তৃণমূল বিধায়ক-ও। আবার প্রলয়’ য়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক পুলিশ আধিকারিকের চরিত্রে পর্দা কাঁপিয়েছেন তিনি মন্ত্রী। এবার বারুদে ঠাসা বঙ্গ রাজনীতিতে তিনি বরাবরই দাপুটে নেতা, তিনি বিরোধীদের কড়া আক্রমণের মুখে তৃণমূলের অন্যতম ডিপেন্ডেবল ফরওয়ার্ড। ঘাসফুলের রাজনীতি হিরো তিনি হলেন কুণাল ঘোষ এবার ওয়েব সিরিজে।না অভিনয় নয় ! তৃণমূল মুখপাত্রের লেখা থ্রিলার-উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে এবার ওয়েব সিরিজ।
বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘লহু’ নামের ওই ওয়েব সিরিজটি। কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে, এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকেও। ওয়েব সিরিজে সোহিনীর বিপরীতে জুটি বাঁধবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের এক্স হ্যান্ডলেও এই খবর শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দলের মুখপাত্র কুনাল ঘোষ।সিরিজের বিষয়বস্তু কী ? বাম জমানার শেষ দিকে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাস, একের পর এক খুন, অপহরণ – আতঙ্কের দিনের কথা লেখকের দৃষ্টিতে ধরা হবে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষও আগুন ঝরানো সেই সময়কে কাছ থেকে প্রত্যক্ষ করেছেন।
আর সেই মাওবাদীর সূত্র ধরেই রহস্যের জাল বুনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের ‘পথ হারাবো বলেই’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।১৮ নভেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা। কলকাতা ছাড়াও শিলিংয়ের নানা জায়গায় চলবে শ্যুটিং। জঙ্গলের আস্তানা ছে়ড়ে নদিয়া জেলার একটি শহরে আশ্রয় নিয়েছে এক মাওবাদী নেত্রী। ছদ্ম পরিচয়ে থাকা সেই মাওবাদী নেত্রীকে ধরতে স্পেশাল ব্রাঞ্চের এক অফিসারকে লাগিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কী হবে? কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। আর এভাবেই এপার বাংলার মাওবাদী কেন্দ্রিক গল্প তৈরি হতে চলেছে ওপার বাংলার OTT প্ল্যাটফর্মে।
Free Access