Haridevpur: সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড, হরিদেবপুরে প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে ‘গুলি’
সাতসকালে প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
Truth of Bengal: সোমবার সকালে দক্ষিণ শহরতলির হরিদেবপুর এলাকা সপ্তাহের শুরুতেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। দিনের আলোয় একটি ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম মৌসুমী মণ্ডল, তাঁর বয়স পঞ্চাশের কোঠায়। দুষ্কৃতীদের গুলিতে তাঁর পিঠে আঘাত লাগে। ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে খবর, দু’জন দুষ্কৃতী বাইকে চেপে এসে পিছন থেকে এই হামলা চালায় এবং গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়। মৌসুমী দেবী গুলি লাগার পর রাস্তাতেই লুটিয়ে পড়েন। ঘটনার সময় তাঁর ছেলে ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন। তিনিই প্রথম মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
সাতসকালে এমন ভয়াবহ শ্যুটআউটের খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।






