Kalyanmoy Gangopadhyay: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে স্বস্তি, ইডি-র মামলাতেও জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
এর আগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর মামলাতেও তিনি জামিন পাওয়ায়, প্রায় দুই বছরের বেশি সময় পর তাঁর জেলমুক্তি নিশ্চিত হলো।
Truth of Bengal: রাজ্যের বহুল আলোচিত স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতা হাই কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) করা মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে। এর আগে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর মামলাতেও তিনি জামিন পাওয়ায়, প্রায় দুই বছরের বেশি সময় পর তাঁর জেলমুক্তি নিশ্চিত হলো। হাই কোর্ট ইডি-র মামলায় জামিন মঞ্জুর করার সময় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আর জেল হেফাজতে রাখার প্রয়োজন নেই।
২০১৬ সালের স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুরু থেকেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসে। অভিযোগ, তাঁর সভাপতিত্বের সময়েই পর্ষদে অবৈধ নিয়োগের একটি বড় চক্র তৈরি হয়েছিল। এই দুর্নীতির চূড়ান্ত পরিণতি হিসেবে সুপ্রিম কোর্ট চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেলটি বাতিল ঘোষণা করে। এর ফলে একসঙ্গে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান।
তদন্তে উঠে আসে যে শিক্ষা দপ্তরের একাধিক কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগসাজশে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ উঠেছিল, তার মধ্যে রয়েছে: মেয়াদ শেষ হওয়ার পরেও বেআইনিভাবে সভাপতির পদে বহাল থাকা। অবৈধ নিয়োগের ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করা। আর্থিক লেনদেন এবং দুর্নীতিতে জড়িত থাকা। পদে থাকার ‘অতিরিক্ত সুবিধা’ গ্রহণ করা, যার মধ্যে নিয়মিত বেতন গ্রহণও অন্তর্ভুক্ত। তবে, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাই কোর্ট তাঁকে জামিন দেওয়ায়, আপাতত তাঁর জেলমুক্তির পথ সুগম হলো।






