গেরুয়া শিবিরে চর্চা এখন তাঁকে নিয়েই, ফর্মে ফিরছেন দিলীপ ঘোষ !
Dilip Ghosh is returning to form in the saffron camp!

Truth Of Bengal: দাঁ হাতে মেলায় ঘোরা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এই নিয়ে বৃহস্পতিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মুখ খুললেন তিনি। বিজেপি নেতা বলেন, ‘দিলীপ ঘোষ কোন বিতর্কের কাজ করেছে? আমি সাধারণ মানুষ। খাই দাই মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায়।‘
দিলীপ ঘোষ কী আবার পুরনো ফর্মে ফিরছেন? এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন রাজ্য সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘পুরোনো ফর্ম নয়। কেউ কেউ আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙ্গাতে চায়। আপনি যা ইচ্ছা আমার ওপর দিয়ে চালালে আমি তো উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে দুইজন কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসব।‘
উল্লেখ্য, যে কোনও নির্বাচন হোক বা অন্য কোনও ইস্যু, দিলীপ ঘোষ মুখ খোলা মানেই একাধিক বিতর্ক জন্ম নেওয়া। তবে বিগত কিছু সময় ধরে দিলীপকে আগের মতো সংবাদ শিরোনামে দেখা যাচ্ছিল না। কিন্তু বেশ কয়েকদিন ধরে আবারও সেই পুরানো ফর্মে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে।