‘ওয়াকফ’ অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস! শান্ত থাকার আর্জি জানিয়ে খোলা চিঠি মমতার
BJP-RSS responsible for 'Wakf' unrest! Mamata writes open letter appealing for calm

Truth Of Bengal: সম্প্রতি সংশোধিত হয়েছে ওয়াকফ আইন। ২০২৫-এর এই ওয়াকফ আইনের প্রতিবাদে গোটা রাজ্যে অশান্তির ঢেউ খেলে গিয়েছে। সেকারণে এবার চারটি খোলা চিঠির মাধ্যমে রাজ্যে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই অশান্তির জন্য তাঁর চিঠিতে আরএসএস ও বিজেপিকে আক্রমনও করেছেন।
মুখ্যমন্ত্রীর তাঁর খোলা চিঠিতে রাজ্যবাসীকে শান্তিতে থাকার আর্জি জানিয়ে উল্লেখ করেছেন, আরএসএস-সহ বিজেপি ও তার সঙ্গীরা বাংলায় আক্রমণাত্মক হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘রাজ্যে যে মিথ্যার প্রচার চলছে তার মূলে রয়েছে আরএসএস।’’ মমতা বন্দ্যপাধ্যায়ের অভিযোগ, প্ররোচনার জেরে ঘটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও আরএসএস বাংলায় বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে।
তিনি বলেছেন সাম্প্রদায়িক অশান্তি আটকানো হবেন। সঙ্গে জানান, এই সাম্প্রদায়িক অশান্তির পিছনে লুকিয়ে থাকা মানুষদের কড়া হাতে দমন করা হবে। রাজ্যবাসীকে একসঙ্গে মিলে কাজ করার আহ্বানও জানিয়েছেন তাঁর চিঠিতে।
রামনবমীর দিনে অশান্তির পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ওয়াকফ আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনকে কেউ কেউ অস্ত্র বানাতে চাইছে। বিজেপি ও তার সঙ্গীরা যেটা প্রচার করছে সেটাকে মিথ্যা বলেও দাবি করেন মমতা। তিনি চিঠিতে লিখেছেন, ‘‘দয়া করে ওদের কথায় বিশ্বাস করবেন না। আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। ওরা সঙ্কীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়।’’
আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে বলে জানান মমতা। এই ঘটনাকে কেন্দ্র করে দু’জন পুলিশ অফিসারকেও সরানো হয়েছে বলে জানান। পুরো ঘটনার খতিয়ে দেখছে পুলিশ, পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানিয়েছেন। তিনি আরও জানান, “পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতো নয়। এখানে সংবিধান-বিরোধী ব্যবস্থা কায়েম নেই। বাস্তবিকই বাংলা সব অর্থেই অগ্রণী রাজ্য।”
উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার কয়েকটা জায়গায়ও বিক্ষোভ দেখা গিয়েছে, যেমন- মালদা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তো প্রাণও হারিয়েছেন মানুষ। আক্রান্তের সংখ্যা অনেকে। ঘরছাড়াও হতে হয়েছে বহু মানুষকে। ইতিমধ্যেই প্রশাসন ঘরছাড়াদর ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। তার মাঝে শনিবার খোলা চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর শান্তি ফেরানোর বার্তা বার্তা।