IPL 2024খেলা

বিসিসিআই প্রধান নির্বাচকের কাছে কাকে বিশ্বকাপে খেলানোর জন্য আবেদন করছেন রায়না?

Raina is applying to the BCCI chief selector to play whom in the World Cup?

The Truth Of Bengal : মঙ্গলবার আইপিএল’এ দুর্দান্ত ম্যাচে অর্ধশতরান করেছেন শিবম দুবে। এদিন চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই বনাম লখনউ এর হাড্ডা হাড্ডি ম্যাচে তাঁকে তার সেরা দিতে দেখা গিয়েছিল। তবে এটাই প্রথমবার নয়! গোটা আইপিএল মরসুম জুড়ে শিবম ১০০০ রানের কোটা সম্পূর্ণ করেছেন ইতিমধ্যেই। আর শিবমের এই পারফরম্যান্সের জন্য বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগারকার’র কাছে উঠতি এই তরুণ ক্রিকেটার’কে বিশ্বকাপে ভারতের হয়ে খেলানোর জন্য আবেদন করেন সুরেশ রায়না।

মঙ্গলবার আইপিএল এর এক্স হ্যান্ডেল থেকে শিবম দুবে’কে দলের হয়ে ১০০০ রান সম্পূর্ণ করার জন্য সম্মান জানানো হয়। আর সেই পোস্ট’টিকে শেয়ার করেই সুরশ রায়না ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে লেখেন, “বিশ্বকাপ শিবম দুবের জন্য লোডিং হচ্ছে!” তারপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক’কে উল্লেখ করেই সরাসরি তাকে দলে নেওয়ার কথা বলেন।

রায়না বরাবরই তরুণদের বা এই সকল উঠতি ক্রিকেটারদের সম্মান করেন। তাঁকে প্রায়শই নিউ জেনারেশনের প্রতি অভিভাবকের মতো সঙ্গে থাকতেই দেখা যায়। মঙ্গলবার তাঁকে তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেল থেকেই চেন্নাই এর রুতুরাজ গায়কোয়াড়’কেও শতরান সম্পূর্ণ করবার জন্য শুভেচ্ছা বার্তা দিতে দেখা গিয়েছিল। তবে নবীনদের জন্য এত ভাবছেন রায়না, তা এখন বাস্তবায়ন হয় কিনা সেটাই দেখার।

Related Articles