IPL 2024খেলা

লখনউ-এর বোলিংই চ্যালেঞ্জ কলকাতার সামনে

Lucknow's bowling is the challenge in front of Kolkata

The Truth of Bangla : রবিবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস। এমন একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স এদিন ইডেনে খেলতে নামবে, যার হেড কোয়ার্টার এই কলকাতাই। ফলে এদিন যে দুই দলের সমর্থকদের মধ্যে বিভক্ত থাকবে, তা নিঃসন্দেহে বলাই যায়। অন্যদিকে কেকেআরও চাইবে লখনউকে হারিয়ে ফের জয়ের ছন্দে ফিরতে।

জানা যাচ্ছে, এদিন কেকেআরের দলে ফিরতে পারেন সহ অধিনায়ক নিতীশ রানা ও পেসার হর্ষিত রানা। রমনদীপ সিংয়ে পরিবর্তে নিতীশ রানা কেকেআরের প্রথম একাদশে ফিরতে পারে। অন্যদিকে বৈভব আরোরার পরিবর্তে মাঠে ফিরতে পারে হর্ষিত রানা। কেকেআরের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, সুয়স শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। পাশাপাশি এদিনের ম্যাচে অনুকূল রায়কে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলানো হতে পারে।

Related Articles