আন্তর্জাতিক

১৭০ বছর পর রানি পেতে চলেছে স্পেন, কে এই রাজকুমারী লেওনর?

২০ বছর বয়সি লেওনর সিংহাসনে বসলে তিনি হবেন দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী শাসক।

Truth of Bengal: স্পেনের রাজপরিবারে রচিত হতে চলেছে এক নতুন ইতিহাস। দীর্ঘ ১৭০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের এই প্রাচীন রাষ্ট্রের শাসনভার গ্রহণ করতে চলেছেন একজন নারী। রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়ার বড় মেয়ে, রাজকন্যা লেওনর হতে চলেছেন স্পেনের পরবর্তী সম্রাজ্ঞী। এর আগে ১৮৩৩ থেকে ১৮৬৮ সাল পর্যন্ত রানি দ্বিতীয় ইসাবেলা এককভাবে স্পেনের সিংহাসনে আসীন ছিলেন। ২০ বছর বয়সি লেওনর সিংহাসনে বসলে তিনি হবেন দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী শাসক।

২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্মগ্রহণ করা লেওনর প্রভাবশালী বুরবোঁ রাজপরিবারের উত্তরসূরি। কেবল রাজকীয় পরিচয় নয়, নিজের যোগ্যতাতেও তিনি অনন্য। ইংল্যান্ডের বিখ্যাত ইউডব্লুসি আটলান্টিক থেকে স্নাতক শেষ করা এই রাজকুমারী স্প্যানিশ ও ইংরেজি ছাড়াও চিনা এবং আরবি ভাষায় বেশ দক্ষ। তবে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পথে তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্পেনের কঠোর সামরিক আইন। নিয়ম অনুযায়ী, হবু রাষ্ট্রপ্রধানকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই প্রথা মেনে স্নাতক হওয়ার পর তিন বছর স্থল, জল ও আকাশপথে যুদ্ধবিদ্যার পাঠ নিয়েছেন তিনি।

প্রশিক্ষণের অংশ হিসেবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে লেওনর এককভাবে পিলেটাস পিসি-২১ বিমান উড়িয়ে ইতিহাস গড়েন। স্পেনের রাজপরিবারের কোনো মহিলার পক্ষ থেকে এটিই প্রথম এ জাতীয় কৃতিত্ব। তাঁর এই অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে গোল্ড মেডেল অফ দ্য রিজিয়ন অফ মারসিয়া খেতাবে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পেনের সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ কমান্ডার-ইন-চিফ হিসেবে একজন তরুণী কীভাবে দায়িত্ব সামলান, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।

ব্যক্তিগত জীবনে রাজকন্যা লেওনর অত্যন্ত ফুটবলপ্রেমী। শোনা যায়, স্পেনের তরুণ ফুটবল তারকা গাভির প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। সংবাদমাধ্যমে এমন চর্চাও হয়েছে যে, লেওনর নিজেই গাভিকে ভালোলাগার কথা জানিয়েছিলেন। তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ফুটবলার গাভি সেই প্রস্তাবে সায় দেননি। প্রেম বা ব্যক্তিগত গুঞ্জন যাই থাকুক না কেন, বর্তমানে স্পেনের জনগণের প্রধান আলোচনার বিষয় হলো লেওনরের আসন্ন রাজ্যাভিষেক এবং এক নতুন যুগের সূচনা।