ফের এক মামলায় জর্জরিত হাসিনা, আসামির তালিকায় রয়েছে ১৮ সাংবাদিক
Hasina is burdened with another case, the list of accused includes 18 journalists

Truth Of Bengal : গোদের ওপর বিষফোঁড়া। শেখ হাসিনার ঘাড়ে ছিল একাধিক মামলার খাঁড়া। তার সাথে নতুন সংযোজন হলো আর একটি হত্যা মামলা। একের পর এক মামলার জেরে জেরবার হলেন শেখ হাসিনা। ফলে বেশ অস্বস্তিতেই রয়েছে শেখ হাসিনা। দিন যত বাড়ছে ততই হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা উঠেছে। এই মামলার তালিকায় তিনি ছাড়াও ১৮ সাংবাদিকসহ আসামি হিসেবে ১১৫ জনের নাম উল্লেখ রয়েছে। ৪ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন ঢাকার বাসিন্দা আবদুল রাজ্জাক। এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পরিস্থিতি অন্যদিকে মোড় নিলে প্রায় বাধ্য হয়েই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন।
তারপর থেকে শুক্রবার পর্যন্ত হাসিনার বিরুদ্ধে মোট ১৩৯টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২৬টিই রয়েছে হত্যা মামলা। ৪ সেপ্টেম্বর থানায় দায়ের হওয়া মামলা সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, আবদুল রাজ্জাকের করা মামলার তালিকায় আসামি হিসেবে পরিচিত মোট ১১৫ জনের নাম রয়েছে।
এছাড়াও রয়েছে, ৬০-৭০ জন পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ অস্ত্রধারীর নাম। এছাড়াও এখনও পর্যন্ত দায়ের হওয়া মামলার তালিকায় নাম রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরও বেশ কয়েকজন সাংবাদিকের নাম।