আন্তর্জাতিক

বালোচিস্তানে আধাসেনার গাড়িতে ভয়াবহ হামলা, মৃত অন্তত আট

Deadly attack on paramilitary vehicle in Balochistan, at least eight dead

Truth Of Bengal: ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের বালোচিস্তানে। বিস্ফোরণের ঘটনা ঘটেছে বালুচিস্তান প্রদেশের তুরবাতে। এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। যাঁদের মধ্যে অধিকাংশ  আধাসেনাও। মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে বলে আশঙ্কা। আহতও হয়েছেন বহু মানুষ। এই বিস্ফোরণ ঘটানো হয়েছে রিমোট কন্ট্রোল প্রযুক্তিকে ব্যবহার করে।

জানা গিয়েছে, একটি সেনাবাহিনীর বাসকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। এই ভায়াবহ বিস্ফোরণের জেরে গোটা বাস রীতিমত ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহতদের তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে।

এই ভয়াবহ হামলা ঘটনা ঘটিয়েছে বালোচ লিবারেশন আর্মি। এই বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় আশেপাশের গাড়িগুলিতেও। হামলাটির ঘটনা ঘটেছে শনিবার। বাসের মধ্যে ছিলেন বহু আধাসেনা। তাঁরা বাসে চেপে করাচি থেকে তুরবতের দিকে যাচ্ছিলেন। আর তখনই ঘটানো হয় বিস্ফোরণ। বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পাক সেনাবাহিনী ও পুলিশ। পাশাপাশি পৌঁছয় দমকলবাহিনীও। ততক্ষণ পর্যন্ত বাসের ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দমকলবাহিনী সেখানে পৌঁছে প্রথমে দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের আগুন নেভায়। তারপর বাস থেকে একের পর এক মৃতদেহ ও আহতদের উদ্ধার করা হয়।

হামলার এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এই হামলার দায় স্বীকার করে নেয় বিএলএ। এই সশস্ত্র সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন তাদের হামলার মেন টার্গেট ছিল পুলিশের কনভয়।

উল্লেখ্য এর আগেও গতবছর ৯ নভেম্বর হামলা চালিয়েছিল বালোচ লিবারেশন আর্মি। সেদিন হামলা চালানো হয় একটি রেলস্টেশনে যা অবস্থিত বালোচিস্তানের রাজধানী কোয়েটায়। স্টেশনে বহু মানুষ ছিলেন। এই আত্মঘাতী হামলাতেও মৃত্যু হয়েছিল প্রায় ২৬ জনের। আহতও হয়েছিল ৪০ এর মতো। আসলে পাকিস্তানের আইন শৃঙ্খলাকে নষ্ট করে দিতে চাইছে বালোচরা। যার কারণে বারবার এই হামলার ঘটনা চালানো হচ্ছে।

সামম্প্রতিক কালের এই হামলার শুরুটা হয়েছিল পাকিস্তানের হাত ধরেই। এর পর একের পর এক জবাব দিয়ে চলেছে আফগান মদতপুষ্ট পাক তালিবানরা। অনেকের মতে যবে থেকে চিন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরি হয়েছে তবে থেকেই অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। তাদের একটাই অভিযোগ, খনিজ সমৃদ্ধ ওই প্রদেশকে লাগাতার লুট করে চলেছে প্রাক প্রশাসন। আর এর পরিবর্তে বালোচের স্থানীয় মানুষেরা নিপীড়ন, দারিদ্রতা ও নির্যাতনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বলে অভিযোগ। তবে, বালোচরা বরাবরই স্বাধীন জাতি। পাক সেনাদের দমন পীড়নের বিরুদ্ধে তারা বরাবরই লড়াই চালিয়ে আসছে।

Related Articles