আন্তর্জাতিক

অতর্কিত বোমা হামলা ফিলিপিন্সে!  মৃত কমপক্ষে ৪

Bomb Blast in Philippines

The Truth of Bengal: ভূমিকম্পের পর এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ফিলিপিন্স। ফিলিপিন্সের মারাউই প্রদেশের মারাউই বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় সভা চলাকালীন অতর্কিত বিস্ফোরণ ঘটে। মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠী এই হামলা চালায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রার্থনা সভায় বহু মানুষ জমায়েত হয়েছিলেন। বিস্ফোরণের জেরে জমায়েত হওয়া মানুষের মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের এবং আহত বহু সংখ্যক মানুষ।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা অতন্ত্য আশঙ্কাজনক। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এসে গোটা এলাকা ঘিরে ফেলেছে। সর্বত্র চালাচ্ছে কড়া নজরদারি। দুষ্কৃতীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মারাউই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তে থাকা এক আধিকারিক তাহা মান্দানগান জানিয়েছেন এটি সন্ত্রাসবাদীদের হামলা ছাড়া আর কিছু হতে পারেনা। মারাউই বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ হামলার ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন এই হামলা কেবল দুই পক্ষের মধ্যে লড়াই নয়। এই একটা হামলায় কেড়ে নিতে পারত অসংখ্য মানুষের প্রাণ।

Free Access

 

Related Articles