দেশ

উত্তরাখণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত তিন শিক্ষক

নিহতরা সকলেই আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক এবং একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাল্দওয়ানি যাচ্ছিলেন।

Truth Of Bengal: উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সকলেই আলমোরা জেলার সরকারি স্কুলের শিক্ষক এবং একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাল্দওয়ানি যাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে নৈনিতাল জেলার গরমপানি এলাকায় খৈরনা-কাঞ্চিধাম রুটের রতিঘাটের কাছে। একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

SDRF কর্মীরা চারজনকে খাদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। মনোজ কুমার নামের আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Related Articles