দেশ

খুলছে কেদারনাথ মন্দিরের দরজা 

Kedarnath temple are opening

The Truth of bengal: শুক্রবার গোটা দেশজুড়ে মহা সমারোহে উদযাপিত হয়েছে শিবরাত্রি। প্রতি বছরই এই দিনটিতে কেদারনাথ মন্দিরের দরজা খোলার দিক্ষণ ঘোষণা করা হয় মন্দির কমিটির তরফ থেকে। সেই রীতি বজায় রইল এই বছরও। শুক্রবারই ঘোষণা করা হল এবছর কেদারনাথ মন্দিরের দরজা খোলার দিন। মন্দির কমিটি জানিয়েছে, আগামী ১০ মে কেদারনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য।

সকাল ৭ টা থেকে জনসাধারণ প্রবেশ করতে পারবে মন্দিরের ভেতর। সেই সঙ্গে মন্দির কমিটির আশা, প্রচতি বছরের মতো এবারও কেদারনাথ দর্শনে বহু ভক্তের সমাগম হবে। এই সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে।  ১০ মে কেদারনাথ মন্দিরের দরজা খোলার মধ্যে দিয়ে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা অর্থাৎ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী যাত্রাও শুরু হতে চলেছে।

কড়া নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে দিয়েই এই চারদাম যাত্রা শুরু হতে চলেছে বলে বিবৃতি দিয়ে জানান হয়েছে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে। প্রসঙ্গত, ২০২৩ সালের মতো এবারও চারধাম যাত্রার সময় তীর্থযাত্রীদের শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক করেছে পুষ্কর সিং ধামী সরকার। বিভিন্ন স্থানে তার জন্য করা হবে স্বস্থ্য শিবির। কোনও তীর্থযাত্রীর স্বাস্থ্যের সমস্যা প্রবল থাকলে সেক্ষেত্রে এই চারধাম যাত্রায় তাকে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব। একইসঙ্গে হৃদরোগে আক্রান্ত এবং উচ্চ রক্তচাপযুক্ত রোগীকে এই তীর্থযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Articles