ভোট দেওয়ার আগে জেনে নিন প্রার্থীর সম্পত্তি, ডিজিটাল পথে আপনাকে তথ্য দেবে কমিশন
The commission will inform you in digital way

The Truth of Bengal: মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা সংসদ বা বিধানসভায় যান।কিন্তু সাধারণ মানুষ তাঁদের সম্পর্কে জানতেই পারেন না,তাঁরা কতটা স্বচ্ছ ,নীতিপরায়ণ বা জনতার কাছাকাছি থাকেন।কত সম্পত্তি রয়েছে তাঁরা।সেই সম্পত্তি কতটা বৈধ বা অবৈধ উপায়ে করেছেন। সেজন্য অজান্তেই প্রার্থীদের ভোট দিয়ে বসেন গণদেবতা।
তাই ভোট দেওয়ার আগেই যাতে ভোটাররা সবরকম তথ্য পায় সেই দরজা খুলে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে।যার নাম দেওয়া হয়েছে, নো ইওর ক্যান্ডিডেট। যা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
লোকসভা প্রার্থীর ছবি-সহ তাঁর একাধিক তথ্য এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে প্রচলিত ভোটদানের পদ্ধতিতে বদল আনা হয়েছে ।বাড়িতে বসে ভোট দিতে পারবেন ৮৫ ঊর্ধব ভোটাররা।দুয়ারে পৌঁছে যাবে কমিশনের প্রেরিত প্রতিনিধিরা।এখন দুয়ারে ভোটের মতোই এই প্রার্থীর হাঁড়ির খবর দেওয়ার ব্যবস্থা আসলে গণতন্ত্রের উত্সবকে আরও আকর্ষণীয় করবে বলে আশা গণতন্ত্রের মতদাতাদের।