মমতার দেখানো পথে নিতিশের মহিলা ভোট জয়
পুরুষদের তুলনায় এবার ৯ শতাংশ বেশি মহিলা ভোট দিয়েছেন,এমন পরিস্থিতি রাজ্যের নির্বাচনী ইতিহাসে বিরল।
Truth Of Bengal: নিতিশ কুমার ও বিজেপির সংযুক্ত শক্তি বিহার জয় করেছে। বিগত কয়েক বছরের সবার নির্বাচনের ফলাফল দেখে দেখা যাচ্ছে, বিহারে অনেক বেশি ভোট দান হয়েছে। যেখানে মহিলাদের ভোটদানের সংখ্যা চোখে পড়ার মতো। শুধু তা-ই নয়, ভোটদানে মহিলাদের অংশগ্রহণ এক লাফে বেড়েছে ১২ শতাংশ। পুরুষদের তুলনায় এবার ৯ শতাংশ বেশি মহিলা ভোট দিয়েছেন,এমন পরিস্থিতি রাজ্যের নির্বাচনী ইতিহাসে বিরল। কারণ হিসেবে উঠে আসছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ‘মহিলা রোজগার যোজনা’।
ভোটের ঠিক আগে রাজ্যের ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে জমা পড়েছে। এই এক প্রকল্পই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলেই রাজনৈতিক মহলের মত। উল্লেখযোগ্য ভাবে, রাজ্যে মহিলাদের ক্ষমতায়ণের জন্য নগদ সহায়তার প্রকল্পের পথিকৃৎ হিসেবে বহুবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।
২০২১ সালে তিনি ঘোষণা করেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প, যার সুবিধাভোগীর সংখ্যা বর্তমানে ২ কোটিরও বেশি। যদিও একসময় এই ধরনের প্রকল্পকে ‘ সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু বিহার ভোটের মুখে রাজ্যের ৭০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠানোর শুভ সূচনা করেন তিনিই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে দেখানো পথে মহিলাদের মন জয় করে বিহারের কুরসি দখল করতে সফল হয়েছে নিতিশ কুমার।






