সেনার নতুন সহকারী প্রধান, দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
Indian Army's new Vice Chief of Army Staff

The Truth of Bengal: ভারতীয় সেনার নয়া ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লেফট্ন্যান্ট জেনারেল সুচিনদ্র কুমারের পদে স্থলাভিষিক্ত হলেন তিনি। দিল্লির সদর দফতর থেকে প্রস রিলিজ করে জানানো হয়েছে এ কথা। ভারতীয় সেনার নতুন সহকারী প্রধান পদে দায়িত্ব নেওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরের উধমপুরে নর্দান কম্যান্ডের প্রধান পদের দায়িত্ব সামলাতেন।
উপেন্দ্র দ্বিবেদীর ওই পদেই এবার বদলি হলেন জ্নারেল সুচিন্দ্রকে। সোমবার দায়িত্ব গ্রহণের আগেই দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যান লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। তারপর সাউথ ব্লকেই গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। অন্যদিকে জানা যাচ্ছে আগামী ২৪ মে স্থলসেনার প্রধান জেনারেল পদ থেকে অবসর নিচ্ছেন মনোজ পাণ্ডে।
সূত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে, তাঁর উত্তরসূরী হওয়ার দৌড়েই রয়েছেন নয়া এই ভাইস চিফ অফ আর্মি স্টাফ। প্রসঙ্গত, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তনী উপেন্দ্র দ্বিবেদী এর আগে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।