আগামী পাঁচ দিনে আমূল বদল ঘটবে আবহাওয়ার, জানাচ্ছে আইএমডি…
In the next five days, there will be a radical change in the weather, says IMD

The Truth Of Bengal: দেশের একাধিক অংশে তৈরি হয়েছে শৈত্য প্রবাহ পরিস্থিতি। হুহু করে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। বড়ো দিনের আগে অর্থাৎ আগামী পাঁচ দিনে আমূল বদল ঘটবে আবহাওয়ার পরিস্থিতি জানালো মৌসম ভবন।
বড়ো দিনের আগেই দেশজুড়ে আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে। উত্তর ভারতের একাধিক রাজ্যে তৈরি হচ্ছে শৈত্য প্রবাহের পরিস্থিতি। ৫-১০ ডিগ্রি সেলসিয়াস -এর মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই শৈত্য প্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আইএমডি উত্তর ভারতের রাজ্যগুলোতে। দক্ষিণ ভারতে রয়েছে বৃষ্টির সম্ভবনা। দক্ষিণ তামিলনাড়ুতে টানা বৃষ্টির কারণে কার্যত বানভাসি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জায়গায়। কেরালাতেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। ঘন কুয়াশায় ঢাকা পড়ার কথা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা।
মূলত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশেই ৫-১০ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। একইভাবে পূর্ব ভারতের আসাম ও মেঘালয়ে ২১ ডিসেম্বরের মধ্যে দেখা মিলবে কুয়াশার। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে দুই তিন দিনের মধ্যে আরো দুই ডিগ্রি পারদ পতনের সম্ভবনার কথা জানাচ্ছে আইএমডি।
তবে আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়ার যে তেমন পরিবর্তন হবে না, সে কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর। রাজস্থানের দিকে তাকালে জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজস্থানের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিন তামিলনাড়ু, কেরালা ও মাহেতে হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার থেকেই লাক্ষাদ্বীপে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ২০ ডিসেম্বরের পর থেকে বৃষ্টির পরিমান কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
Free Access