দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ED হানা, আদালত রক্ষাকবচ দেয়নি
ED reached the house of the Chief Minister of Delhi

The Truth of Bengal: এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি হানা। বৃহস্পতিবার সন্ধ্যায় আপ সুপ্রিমোর বাড়িতে হঠাৎই হানা দেয় ইডি অফিসারদের একটি দল। এসিপি পদমর্যাদার একাধিক আধিকারিক পৌঁছন তাঁর বাড়িতে। ইডি প্রতিনিধি দলে আছেন ১২ অফিসার। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্ট। তারপর দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা ইডি-র। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
এর আগে আবগারি মামলায় মোট ৯ বার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। তার মধ্যে ৮ বারই হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা না দিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে ইডির পক্ষের আইনজীবী এসভি রাজু বলেন, ‘‘বার বার ডাকার পরেও হাজিরা দেননি কেজরিওয়াল।’’ আবগারি মামলায় বিআরএস নেত্রী কে কবিতাকে দিন কয়েক আগেই গ্রেফতার করেছে ইডি। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন তিনি। কবিতা ছাড়াও এই মামলায় এখনও পর্যন্ত আপের দুই প্রবীণ নেতা মনীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়েছেন। এবার আপ প্রধানের বাড়িতে হানা ইডি-র
আদালতের রায়ের পর এদিন বেশ আটঘাট বেঁধে কেজরির বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়েই কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে দিল্লি পুলিশ। তল্লাশি অভিযানের সময় কাউকেই বাড়ির ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।