দেশ

সাইবার হানার কবলে বৈদিক ঘড়ি ‘বিক্রমাদিত্য’

Cyber attack Vedic watch 'Vikramaditya'

The Truth of Bengal: ভারতের প্রথম বৈদিক ঘড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে স্থাপিত বিক্রমাদিত্য।  যেটি তৈরি করা হয়েছিল পঞ্জিকা মেনেই। ঘড়িটির দেখাশোনার দায়িত্বে, মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউট। ভারতীয় একটি সংস্থার তরফ থেকেই তৈরি করা হয় এই ঘড়িটি। গত ২৯ ফেব্রুয়ারী ভার্চুয়াল মাধ্যমে এই ঘড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন এই ঘড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী মোহন যাদব।

বিক্রমাদিত্য ঘড়িটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয়ের মধ্যে ৩০ ঘণ্টা সময় দেখায়। সেই ঘড়িতে এক ঘণ্টার হিসাব ৬০ মিনিটের পরিবর্তে ৪৮ মিনিটে হয়। এই ঘড়ির অন্যতম প্রযুক্তিবিদ সুনীল গুপ্তের মতে, প্রাচীনকালে যেভাবে গণনা করা হত, তার উপর নির্ভর করেই এই ঘড়িটি তৈরি। মোবাইল অ্যাপ থেকেও চালানো যায় এই ঘড়ি। সময়ের পাশাপাশি পঞ্জিকার বিভিন্ন তথ্যও ডিজিটাল সেই ঘড়িতে দেখা যায়।

এই ঘড়িটিই সাইবার হানার কবলে। জানা যাচ্ছে, ঘড়িটি বর্তমানে ভূল সময় দেখাচ্ছে। তার একমাত্র কারণই হল সাইবার হানা। মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিউটের ডিরেক্টর শ্রীরাম তিওয়ারি জানান, বৃহস্পতিবার রাতে এই ঘড়ির অ্যাপে হয় সাইবার হামলা। তাঁর মতে ওই সাইবার হামলার পর থেকেই কমে যায় ঘড়ির গতি। ইতিমধ্যেই জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা হয়েছে অভিযোগ। গোটা বিষয়টাই তদন্ত প্রক্রিয়ার অন্তর্গত।

Related Articles