
The Truth of Bengal: ওভারটেক করতে গিয়ে বাসের ধাক্কা টেম্পোকে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্ততপক্ষে ২০। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের চিকিতসায় যাতে কোনও খামতি না থাকে জেলা প্রশাসনকে সেদিকে নজর রাখার নির্দেশ যোগী আদিত্য নাথ সরকারের। বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ। উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিলমপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, টেম্পোটিতে সেইসময় যাত্রী সংখ্যা ছিল ২৫। ঠিক তখনই বেসরকারী একটি বাস ওই টেম্পোকে ওভারটেক করার চেষ্টা চালায়। কিন্তু নিয়ন্ত্রন হারিয়ে সেটি গিয়ে দাক্কা মারে টেম্পোটিকে। বাস এবং টেম্পোর গতিই সেই সময় বেশি ছিল বলে পুলিশ জানাচ্ছে। এই সংঘর্ষের কারণেই উল্টে যায় টেম্পোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় টেম্পোয় উপস্থিত ১০ জনের। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তবে এই সংঘর্ষে শুধুমাত্র টেম্পোযাত্রীরাই নয়, আহত হয়েছে বাসে থাকাও বহু যাত্রী। এই ঘটনার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীরা। তবে এই দুর্ঘটনা ঘটল কীভাবে, তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেসরকারী বাসের ওই টেম্পোটিকে ওভারটেক করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা। দুর্ঘটনার পর টচেম্পোটি দুবার পাল্টি খায় বলেও জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সে ,রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিতসায় কোন খামতি যাতে না হয় সেদিকে নজর রাখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।