শারীরিক অবস্থা স্থিতিশীল ভিক্টরের! আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেতা
Victor's physical condition is stable! The actor is currently at home

Truth Of Bengal: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া টলিউড অভিনেতাকে। বর্তমানে তিনি দেরাদুনে রয়েছেন বলেই জানা যাচ্ছে।
গত ১৪ আগস্ট আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জি। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে ভর্তি করা হয় দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চলে অভিনেতার চিকিৎসা। পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকেরা জানতে পারেন ব্লাড প্রেসার অনেকটাই হ্রাস পেয়েছে। আইসিইউ-তে ২ দিন ভর্তি ছিলেন ভিক্টর। তারপরে তাকে দেওয়া হয় জেনারেল বেডে। তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে অভিনেতার।
অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা৷ এর আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন ভিক্টর ব্যানার্জি। ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তবে সেসময় তেমন কোনও জটিলতা না থাকলেও সেই এক বছরই কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভিক্টরকে৷ আবারও ২০২৪ -এ অসুস্থ হলেন তিনি। তবে বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা।
ভিক্টর ব্যানার্জি সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘শতরঞ্জ কে খিলাড়ি’তে অভিনয় করেছিলেন। এছাড়া ‘দুই পৃথিবী’, ‘ঘরে বাইরে’, ‘আক্রোশ’ ও ‘লাঠি’ সহ বহু ছবিতে তাঁর দুর্দান্ত অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। শুধু টলিউডেই সীমাবদ্ধ নন এই অভিনেতা। বলিউড থেকে হলিউড প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে তাঁর অভিনয় দক্ষতা উপলব্ধি করেছে অনুরাগীরা। ১৯৮৪ সালের হলিউড ছবি ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’য় অভিনয় করেছিলেন ভিক্টর। যার পরিচালক ছিলেন ডেভিড লিন। ভারতের একমাত্র ব্যক্তি ভিক্টর ব্যানার্জি, যিনি তিনটি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেছেন।