ছবি আঁকলেই মানুষ খুন! রহস্য রোমাঞ্চে ‘পিকাসো’। আসছে পলাশ মুখোপাধ্যায়…
Tota Roy Chowdhury New web Series

The Truth of Bengal: ছবি আঁকা কাজ তাঁর, তবে যার ছবি আঁকেন সেই খুন হয়ে যায়? এ কি করে সম্ভব? খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক শ্রেয়া। কিন্তু বিষয় টা কি? এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কী কারণ? সব প্রশ্নের উত্তর মিলবে ‘পিকাসো’তে। এবার ভাবছেন ‘পিকাসো’ আবার কি? আসলে আসতে চলেছে রাজ চন্দ পরিচালিত নতুন ওয়েব সিরিজ পিকোসো।
নিখোঁজ-এর পর টোটা রায় চৌধুরির নতুন ওয়েব সিরিজ । চলতি মাসের শেষ সপ্তাহে একটি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই রহস্য রোমাঞ্চ থ্রিলার সিরিজটি। তার আগে সামনে এল সিরিজের ট্রেলার।
এবার চিত্রকরের ভূমিকায় ওয়েবে আসছেন টোটা রায় চৌধুরি। সৌজন্যে রাজ চন্দ পরিচালিত নতুন ওয়েব সিরিজ পিকোসো।চিত্রনাট্য অনুযায়ী চিত্রশিল্পী হিসাবে যথেষ্ট সুখ্যাতি রয়েছে তাঁর। পরিচিতরা তাঁকে ডাকেন ‘পিকাসো’ নামে। কিন্তু জানা যায়, পলাশ মুখোপাধ্যায় নামে ওই শিল্পী দু’জন ব্যক্তির ছবি আঁকার পর তাঁরা মারা গিয়েছেন। এই খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে চায় সাংবাদিক শ্রেয়া।শ্রেয়ার ভূমিকায় দেখা যাবে সৃজলা গুহকে। এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কী কারণ লুকিয়ে রয়েছে বা পিকাসো কি সত্যিই নির্দোষ— সেইসব প্রশ্নের উত্তর খুঁজবে দর্শক গোটা সিরিজ জুড়ে।
টোটা রায়চৌধুরী ও সৃজলা ছাড়াও এই সাসপেন্স সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, রোজ়া পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ়ে টোটার অভিনয় দর্শক দেখেছেন। এ বার এই সিরিজ়ে তিনি কতটা দর্শকদের মন জয় করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।
Free Access