বিনোদন

‘রাজকুমারের স্ত্রী’ পরিচয়ে বেজায় আপত্তি পত্রলেখার, আর কি বললেন অভিনেত্রী?

The writer strongly objected to the identity of 'Prince's Wife', what else did the actress say?

Truth Of Bengal: বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। প্রায়ই একসঙ্গে ক্যামেরাবন্দি হল দুজনে। তাঁদের দুজনের রসায়নও বেশ পছন্দ সকলের। রাজকুমার এখন বলিউডে প্রতিষ্ঠিত। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। অন্যদিকে পত্রলেখা রাজকুমার রাওয়ের বিপরীতে ‘সিটিলাইটস’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পত্রলেখা।

এই কয়েক বছরে খুব বেশি ছবিতে দেখা যায়নি তাঁকে। বেছে বেছে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন পত্রলেখা। তবে প্রত্যেক ছবিতেই তাঁর অভিনয় প্রশংসনীয়। কিন্তু বেশিরভাগ সময়ই বলিউডে তাঁর পরিচয় ‘রাজকুমারের স্ত্রী’ হিসাবে। আর তাতে বেজায় আপত্তি পত্রলেখার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পত্রলেখা জানালেন তাঁর আপত্তির কথা।

সাক্ষাৎকারে পত্রলেখা বলেন, “অনেকেই রাজকুমারের কাছে পৌঁছনোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি বিরক্ত হয়ে গিয়েছি। শুধুমাত্র রাজকুমারের স্ত্রী— এটাই আমার পরিচয় নয়। আমি একজন আলাদা মানুষ। আমারও একটা অস্তিত্ব আছে।” অভিনেত্রী আরও বলেন, “বুঝতে পারি কেউ কেউ চিত্রনাট্য শোনাতে এসেছেন আমায় সেই ছবিতে নেবেন বলে নয়। রাজকুমারকে নিতে চান বলে আমায় চিত্রনাট্য শোনাচ্ছেন।

কিন্তু আমি তো একটা আলাদা মানুষ। যদি আমার স্বামীকে নিতে চান তা হলে তাঁর সঙ্গে আলাদা ভাবে যোগাযোগ করুন।” অভিনেত্রীর কথায়, স্বামী রাজকুমারের সাফল্যে তিনি খুবই খুশি কিন্তু তা বলে নিজের সত্তাকে হারাতেও নারাজ পত্রলেখা।  এদিন সাক্ষাৎকারে এই বিষয়ই স্পষ্ট করে দেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০১০ সালের মাঝামাঝি সম য়ে রাজকুমার ও পত্রলেখার মধ্যে প্রেম শুরু হয়। ২০২১ সালে তাঁরা বিয়ে করেন। তারপর থেকেই সুখী দাম্পত্যে তাঁদের। প্রায়ই একসঙ্গে ক্যামেরাবন্দি হোক এই তারকা দম্পতি।

Related Articles