হঠাৎ অসুস্থ মিমি, কি হয়েছে তাঁর? জানালেন অভিনেত্রী নিজেই
Suddenly sick Mimi, what happened to him? The actress herself said

The Truth Of Bengal: সাংসদ পদ থেকেই ইস্তফা দেওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একান্তে বিদেশে পাড়ি দিয়ে নিজের সাথে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, অভিনেত্রী মিমি এখন রয়েছেন দুবাইতে। কিন্তু হঠাৎ করেই কেন দুবাইতে পাড়ি? এই প্রশ্ন অনেকের মনে আসলেও কারণ জানা সম্ভব হয়নি। তবে অবশেষে প্রকাশ্যে এলো অভিনেত্রীর দুবাইতে পাড়ি দেওয়ার কারণ।
View this post on Instagram
অভিনেত্রীর দুবাই যাওয়ার কারণ হিসেবে জানা গিয়েছিল তিনি কোন বিজ্ঞাপনের শুটিং এর জন্য দুবাইতে রয়েছেন। এদিকে সম্প্রতি, অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করেছেন প্রাক্তন সাংসদ। ফর্মটি হল ‘কাইরোপ্র্যাকটিক’ চিকিত্সার রেজিস্ট্রেশন ফর্ম। ওই ফর্মের ছবিটি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “intence Cariopractic”।
এবারে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে , কি এই কাইরোপ্র্যাকটিক এডজাস্টমেন্ট থেরাপি ? এক চিকিৎসকের মতে, স্নায়ুতন্ত্রের ব্যাধি পেশির কেডিটাল সিস্টেমের অস্ত্রোপচার বিহীন একটি চিকিৎসা পদ্ধতি যা খুব অল্প সময়ে রোগ নিরাময় করতে সাহায্য করে। এই থেরাপি টি শরীরের বিভিন্ন পেশী, হাড়, মেরুদন্ড, টেনশন লিগামেন্ট সম্পর্কিত সমস্যার সমাধানের চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়। নেটিজেনদের অনুমান অভিনেত্রী হয়তো এই ধরনের কোন সমস্যায় ভুগছেন তাই হয়তো এই থেরাপির প্রয়োজন।
প্রসঙ্গত, রাজনীতি ছাড়ার পর মিমি এখন অভিনয়ে মজে থাকতে চাইছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আলাপ’ ছবিতে দেখা যাবে তাঁকে। গত তেইশে ফেব্রুয়ারি সেই ছবির শুটিং পর্ব শেষ করেছেন তিনি। বাংলাদেশেও অভিনেতা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
View this post on Instagram
FREE ACCESS