মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান! কবে থেকে শুরু শ্যুটিং? পোস্ট শেয়ার করে জানালেন দেব
Solution of the problem with the intervention of the Chief Minister! Shooting will start from tomorrow, shared the post, said Dev

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই মিটল সমস্যা।আগামীকাল থেকেই শুটিং শুরু.. মুখ্য প্রশাসনিক ভবনের বৈঠকের পরেই সমস্যা মিটেছে। এক্স হ্যান্ডেলে জানালেন অভিনেতা সাংসদ দেব। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জট।
কাল থেকে আবার টলিপাড়ায় শুরু হচ্ছে শ্যুটিং। মঙ্গলবার নবান্নে এই নিয়ে জরুরী বৈঠক হয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে। গত কয়েকদিন ধরে টলিউডের পরিচালক প্রযোজক বনাম টেকনিশিয়ানদের যে ঠান্ডা লড়াই চলছিল তা আপাতত মিটল। বৈঠক শেষে অভিনেতা দেব এক হ্যান্ডেলে জানিয়েছেন কাল থেকে শুটিং শুরু হচ্ছে।
Thanku didi @MamataOfficial
Hopefully everything will be resolved by evening
N will resume shooting from tomorrowThanks to all the Technicians ,producers, directors n all the stakeholders pic.twitter.com/Su6HqPBbzG
— Dev (@idevadhikari) July 30, 2024
জট কেটে যাওয়ার কথা জানিয়েছেন দেব। সেই সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ দেব এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।